/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ :: ওসিসহ আহত ৪০

,

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ :: ওসিসহ আহত ৪০

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরে ব্যাটারি চালিত অটোরিকশার (ইজিবাইক) যাত্রী উঠানো নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসির মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
গতকাল সোমবার (১২ মে) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ সংঘঠিত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শায়েস্তানগর পয়েন্ট বহুলা ও শায়েস্তানগর এলাকার যাত্রী উঠানো নিয়ে স্থানীয় একজনের সাথে শহরতলীর বড় বহুলা গ্রামের এক ব্যক্তির বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি মাইকে ঘোষণা দিয়ে আত্মীয়স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই ঘন্টাব্যাপী সংর্ঘষ হয়। আর এতে করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
আহতদের মধ্যে- বাপ্পি মিয়া, রুখন মিয়া, সুমন মিয়া, শাওন খান, আব্দুস সালাম, মুরাদ মিয়া ও গোলাম মাহবুবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.