/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ মাধবপুরে অবৈধ তিনটি ডেন্টাল ক্লিনিক সিলগালা

,

মাধবপুরে অবৈধ তিনটি ডেন্টাল ক্লিনিক সিলগালা

রায়হান আহমেদ সম্রাট, মাধবপুর : মাধবপুর উপজেলায় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত তিনটি ডেন্টাল ক্লিনিককে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১২ মে) মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান এর নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।
অভিযানকালে উপজেলার নোয়াপাড়া বাজারের তমা ডেন্টাল কেয়ার, মায়া ডেন্টাল, এবং মনতলা বাজারের মিজান ডেন্টাল কেয়ার এই তিনটি প্রতিষ্ঠানকে সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং নোংরা ও অনিরাপদ পরিবেশে চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে তাৎক্ষণিকভাবে তালাবদ্ধ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
অভিযান শেষে মাধবপুর বাজারসহ আরও কয়েকটি এলাকায় অবস্থিত ডেন্টাল ক্লিনিকগুলোও পরিদর্শন করা হয়। ওই সময় প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র হালনাগাদ রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ, ও সেবার মান উন্নয়নের বিষয়ে সতর্ক করে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনসাধারণের মাঝে অভিযানটি ব্যাপক সচেতনতা তৈরি করেছে এবং স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.