/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ নবীগঞ্জে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলা :: দুজন গ্রেফতার

,

নবীগঞ্জে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলা :: দুজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামে গণেশ পূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এদিকে নবীগঞ্জে কিশোর গ্যাংয়ের অপরাধ কর্মকাণ্ডের উৎপাত বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
রবিবার দিবাগত মধ্যরাতে নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- পৌর এলাকার আনমনু গ্রামের মো. কামাল আহমদের ছেলে মাহমুদুর রহমান (২০) এবং কলেজপাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৯)। আহতদের মধ্যে রয়েছেন শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর গ্রামে গত প্রায় একযুগ ধরে গণেশ পূজার আয়োজন করে আসছে ‘জয়নগর আপ্যায়ন সংঘ’। এবছরও পূজার অংশ হিসেবে স্থানীয় চনু দাশের বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান ও নাচ চলাকালে পাশ্ববর্তী গ্রামের কয়েকজন মুসলিম তরুণ সেখানে উপস্থিত হয়ে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে আচরণগত বিষয়ে আয়োজকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে মুসলিম তরুণদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়। কিছুক্ষণ পর মাহমুদুর, তানভীরসহ ১৫-২০ জন যুবক দেশীয় অস্ত্রসহ মণ্ডপে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন পূজা আয়োজকদের তিনজন সদস্য। এছাড়াও মণ্ডপের চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিঞার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সোমবার (১২ মে) চনু দাশ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
এদিকে নবীগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাওয়ায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। এলাকার অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল প্রশাসনের কাছে কিশোর অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.