/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ বানিয়াচংয়ে ১৬ বছর ধরে আ.লীগ নেতার দখলে ৭ কোটি টাকার ভূমি

,

বানিয়াচংয়ে ১৬ বছর ধরে আ.লীগ নেতার দখলে ৭ কোটি টাকার ভূমি

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হারুন মিয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। তিনি গত ১৬ বছর ধরে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি দেওয়ান মাহবুব রাজা (রহ:) এর পরিবারের ৭ কোটি টাকা মূল্যের দোকান ভিট শ্রেণির ৩.৫ শতক ভুমি অবৈধভাবে দখলে রেখেছেন।
জানা গেছে, বানিয়াচং উপজেলার তোপখানা মৌজাস্থ এসএ খতিয়ান নং ৭৮৬, দাগ নং ১০৯৯ নম্বর ভুমি দেওয়ান মাহবুব রাজা (রহ:) এর পিতা দেওয়ান হুমায়ূন রাজা সাহেবের নামে সোয়া চার শতক রেকর্ডভুক্ত ছিল। দীর্ঘদিন যাবত দেওয়ান পরিবারের সদস্যরা এই ভুমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন।
পরবর্তীতে রিভিশনাল সার্ভে (আরএস) চলাকালে পারিবারিক বাটোয়ারার মাধ্যমে ৩.৫ শতক ভুমি দেওয়ান মাহবুব রাজা (রহ:) এর ভাই ও ভাতিজাদের নামে বিভিন্ন হিস্যায় রেকর্ডভুক্ত হয়। যার খতিয়ান নম্বর ১৭১১ এবং দাগ নম্বর ১৫০৩, শ্রেণি দোকানভিট।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ২০১০ সালে সেটেলমেন্ট জরিপের ৩০ ও ৩১ ধারা চলাকালে হারুন মিয়া তৎকালীন সংসদ সদস্য এডভোকেট আবদুল মজিদ খানের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে উক্ত ভুমি জোরপূর্বক দখল করে নেন। ভদ্র ও শান্তিপ্রিয় দেওয়ান পরিবার এ নিয়ে বড় ধরনের কোনো সংঘাতে না জড়িয়ে আইনী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়।
ভূমি দখলের পর থেকে হারুন মিয়া ঐ ভুমিতে ব্যবসায়িক সুবিধা ভোগ করে আসছেন। বর্তমানে ৩.৫ শতক দোকানভিট শ্রেণির ঐ ভুমির বাজারমূল্য আনুমানিক ৭ কোটি টাকা।
দেওয়ান মাহবুব রাজা (রহ:) এর পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা বর্তমানে সকল প্রকার প্রমাণাদি ও কাগজপত্র সন্নিবেশ করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছেন।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.