/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ শায়েস্তাগঞ্জে ট্রেনে চুরি-ছিনতাই বেড়েছে :: ৩ মহিলা আটক

,

শায়েস্তাগঞ্জে ট্রেনে চুরি-ছিনতাই বেড়েছে :: ৩ মহিলা আটক

জুয়েল চৌধুরী : শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে রেলস্টেশন ও ট্রেনে যাত্রীদের টার্গেট করে একদল নারী ছিনতাইকারী সক্রিয় রয়েছে, যাদের সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যদেরও সম্পৃক্ততা রয়েছে। মোবাইল, স্বর্ণালঙ্কার ও ব্যাগ ছিনতাই এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনে যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের সময় তিন নারীকে হাতেনাতে ধরে ফেলেন যাত্রীরা। পরে গণধোলাই দিয়ে তাদের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। ছিনতাইকারী দলের পুরুষ সদস্যরা ট্রেন থেকে পালিয়ে যায়।
আটক নারীরা হলেন—মাধবপুরের হরিতলা গ্রামের মৃত চাঁন মিয়ার মেয়ে তাসলিমা আক্তার (৪০), মৃত ছায়েদ মিয়ার মেয়ে কুলসুমা বেগম (৩৫) ও খসরু মিয়ার মেয়ে নাসিমা (২০)। তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, আটককৃতদের জনতা পুলিশের হাতে তুলে দিলেও কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.