/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ বাহুবল উপজেলা তাতীলীগ নেতা শাহীন কারাগারে

,

বাহুবল উপজেলা তাতীলীগ নেতা শাহীন কারাগারে

স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া তালুকদারকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সে বাহুবল উপজেলার পুটিজুরী গ্রামের সুখচর গ্রামের আব্দুল আলীর পুত্র। গত মঙ্গলবার অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.