/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

,

লাখাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলায় ইজিবাইক (টমটম) চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল মিয়া (৪২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত জামাল মিয়া ওই গ্রামের মৃত কুতুব আলীর ছেলে।
গতকাল রোববার (১৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল মিয়া নিজ গ্রামের আলী হোসেন মিয়ার গ্যারেজে তার ইজিবাইক চার্জ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, “নিহতের স্বজনরা ভিডিও বক্তব্য দিয়ে জানিয়েছে, তারা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাই পুলিশের পক্ষ থেকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (হপবিস) লাখাই জোনাল অফিসের ডিজিএম সুমন সাহা বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.