/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ দিলীপ কান্ত নাথ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

,

দিলীপ কান্ত নাথ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

স্টাফ রিপোর্টার : অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।
থানার আইনশৃঙ্খলা রক্ষা, দ্রুত অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং থানার সার্বিক ব্যবস্থাপনায় দক্ষ নেতৃত্বের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়। জেলা পুলিশের অভ্যন্তরীণ মূল্যায়নে তিনি অন্যান্য অফিসারদের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করেন।
শায়েস্তাগঞ্জ থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে এলাকায় মাদক বিরোধী নির্মুল অভিযান, অপরাধ দমন, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম এবং দ্রুত নাগরিক সেবা প্রদান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই সম্মাননায় ওসি দিলীপ কান্ত নাথ জেলা পুলিশ এবং থানার সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এ অর্জনে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে প্রশংসার জোয়ার বইছে।
গতকাল সোমবার হবিগঞ্জ জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এর সভাপতি তে মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও উক্ত সভায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সোহেল রানা, জেলা গোয়েন্দা শাখা হবিগঞ্জ, সার্জেন্ট নজরুল ইসলাম প্রিন্স, সার্জেন্ট মোঃ মনিরুজ্জামান মাধবপুর ট্রাফিক, এস আই রিপন সিংহ জেলা গোয়েন্দা শাখা এ এস আই আতিকুর রহমান মাধবপুর থানা, এএসআই তাওহিদ বিশ্বাস হবিগঞ্জ সদর থানা হবিগঞ্জের ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.