/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ আজমিরীগঞ্জে পলাতক আসামী মিন্টু মিয়া গ্রেফতার

,

আজমিরীগঞ্জে পলাতক আসামী মিন্টু মিয়া গ্রেফতার

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এর দিকনির্দেশনায় এস আই জিয়াউল করিমের নেতৃত্বে এস.আই আতাউল গনি মজুমদার, এস.আই শুভ দাস, এস.আই ফারুক আহম্মেদ, এ.এস.আই ঈরেশ চন্দ্র, এ.এস.আই উজ্জ্বল মিয়া যৌথ অভিযানে সোমবার (১৯ মে) রাত তিনটার দিকে উপজেলার নয়ানগর বড়হাটি মিন্টু মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেন। সে জি আর মামলায় আসামি।
বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, অভিযান সবসময় অব্যহত থাকবে।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.