/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ ১০ মাসের শিশু রেখে মায়ের আত্নহত্যা

,

১০ মাসের শিশু রেখে মায়ের আত্নহত্যা

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুর উপজেলায় প্রিয়াঙ্কা সরকার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী বিষপানে আত্মহত্যা করেছেন তিনি।
গতকাল বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করেন।
প্রিয়াঙ্কা মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুজিত সরকারের স্ত্রী। তার দশ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
মৃত প্রিয়াঙ্কার মা প্রিয়ভাষী সরকার বলেন, “সকালে আমার মেয়ের দেবর ফোন করে জানায়, প্রিয়াঙ্কা খুব অসুস্থ। দ্রুত আসতে বললে আমি ছুটে আসি। এসে দেখি আমার মেয়ের অবস্থা আশঙ্কাজনক।”
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল সোয়া ৮টার দিকে প্রিয়াঙ্কা সরকার বিষ পান করেন বলে পরিবারের সদস্যরা জানতে পারেন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূটি বিষপানে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.