/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ লাখাইয়ে পুলিশের গাড়ি দেখে দৌড় ॥ যুবলীগ নেতার মৃত্যু

,

লাখাইয়ে পুলিশের গাড়ি দেখে দৌড় ॥ যুবলীগ নেতার মৃত্যু

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালাতে গিয়ে যুবলীগ নেতা ফজল উদ্দিন ইমন (৪৫) মারা গেছেন। মঙ্গলবার (২০ মে) দিবাগত গভীর রাতে লাখাই উপজেলা হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফজল উদ্দিন ইমন লাখাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে লাখাই থানা পুলিশ বিভিন্ন মামলার আসামি গ্রেফতার অভিযানে নামে। তাদের গাড়ি তেঘরিয়া গ্রামে এলে গ্রেফতার এড়াতে ওই গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা ফজল উদ্দিন ইমন দৌড়ে পালাতে থাকেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ভোর রাতে তিনি মারা যান।
লাখাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফিন মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, দৌড়াতে গিয়ে যুবলীগ নেতা ইমন বুকে ব্যথা অনুভব করেন। এ সময় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাকে হাসপাতালে আনার আগেই মারা যান। আমরা তাকে কেবল মৃত ঘোষণা করেছি।
লাখাই থানার ওসি মো. বন্দে আলী জানান, যুবলীগ নেতা ফজল উদ্দিন ইমনের বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশ তাকে ধরতে কোনো অভিযানও পরিচালনা করেনি। পুলিশের গাড়ি দেখে তিনি মনের ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে ধাওয়া করেনি। শুনেছি তিনি হাসপাতালে মারা গেছেন।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.