/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ জুয়ার বিভিন্ন স্পটে অভিযান ৮টি বাইক ও সিএনজি জব্দ

,

জুয়ার বিভিন্ন স্পটে অভিযান ৮টি বাইক ও সিএনজি জব্দ

জুয়েল চৌধুরী : সদর উপজেলার বিভিন্ন স্পটে জুয়া ও মাদকের আসর জমজমাট হয়ে উঠেছে। এসবের নেপথ্যে রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও কতিপয় নেতাকর্মীরা। পাশাপাশি এক শ্রেণির সাংবাদিকরাও এদের কাছ থেকে মাসোহারা নিচ্ছেন। এতে করে এলাকার যুবসমাজ একদিকে ধ্বংস হচ্ছে, অন্যদিকে চুরি, ছিনতাই ডাকাতিসহ অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে।
খবর নিয়ে জানা গেছে, সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি, রিচি ইউনিয়নের নোয়াগাঁও, জালালাবাদ, নসতরপুর, তিতখাই, গোপায়া ইউনিয়নের বহুলা, ২নং পুল, পোদ্দার বাড়ি, শহরের নিউ মুসলিম কোয়ার্টার, গোসাইপুর, জঙ্গলবহুলা, মাছুলিয়া, হরিপুর, নোয়াবাদ, এড়ালিয়া, নাজিরপুর, আটঘরিয়া, পইলসহ বিভিন্ন স্পটে সন্ধ্যার পর থেকে জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় এসব জুয়ার আসর বসে। এসব আসর থেকে প্রশাসনের নামে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা প্রতিদিন টাকা উত্তোলন করে। নিরাপদে আসর জমবে মনে করে বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এসে অংশগ্রহণ করে। চলে লক্ষ লক্ষ টাকার ওয়ানটেন ও কাটাকাটি। জুয়ার পাশাপাশি মাদকসেবনের আসরও জমে। বিষয়টি পুলিশের নজরে এলে সদর মডেল থানার ওসি একেএম সাহাবুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গত মঙ্গলবার রাতে সদর উপজেলার বড় বহুলা গ্রামের সানজানা শিরীনের নির্মাণাধীন ডেলিভারী সেন্টারে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে গেলেও ৮টি মোটর সাইকেল ও একটি সিএনজি জব্দসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
ওসি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযান প্রতিদিনই চলবে। কাউকেই ছাড় দেয়া হবে না।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.