,

হবিগঞ্জ শহরে যত্রতত্রভাবে চলাচল করছে ব্যাটারী চালিত অটোরিক্সা সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে যত্রতত্রভাবে ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচল করছে। প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে এসব এসব অটোরিক্সা চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। যত্রতত্রভাবে চলাচলের কারনে অহরহ ঘটছে নানা দূর্ঘটনা। অনুসন্ধানে জানা যায়, শহরের প্রায় হাজারেরও বেশি অটোরিক্সা চলাচল করছে প্রতিদিন। এর মধ্যে ২৫% অটোরিক্সার লাইসেন্স রয়েছে। বাকীগুলো লাইসেন্স ছাড়াই চলাচল করছে। এর মধ্যে শিশুদেরকে দিয়েও অটোরিক্সা চালানো হচ্ছে। অটোরিক্সার ব্যাটারী চার্জের কারণে বিদ্যুতও বিকল দেখা দিয়েছে। দিনে রাতে ঘন্টার পর ঘন্টা অনেক এলাকাতেই বিদ্যুত থাকে না। আবার কেউ কেউ গ্যারেজে চোরাই লাইনও ব্যবহার করছে। সম্প্রতি সিলেটের ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকায় চোরাই লাইন বিচ্ছিন্ন করে বেশ কয়েকটি মিটার ও টমটম জব্দ করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই গ্যারেজের মালিকরা কতিপয় বিদ্যূত অফিসের অসাধু কর্মচারীদের ম্যানেজ করে আবার গ্যারেজে অটোরিক্সা চার্জ করছে। অটোরিক্সা কারনে শহরের প্রধান সড়কে ঘন্টার পর পর ঘন্টা যানজট সৃষ্টি হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় কাজে সময়মতো গন্তব্যস্থলে না পৌছায় নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া সন্ধ্যার পর হেড লাইট না জালিয়ে টমটম চালানোর কারণে দূর্ঘটনা ঘটছে। পুলিশ অভিযান চালিয়ে কিছু টমটম আটক করলেও প্রভাবশালীদের থাবার মুখে আবার ছেড়ে দিতে হয়।


     এই বিভাগের আরো খবর