,

নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে -এমপি বাবু

মোঃ জসিম তালুকদার ॥ হবিগঞ্জ- ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন, দেশকে স্বনির্ভর ও উন্নয়নের শিখরে নিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। তিনি পূর্বের স্মৃতি স্বরণ করে বলেন, বাংলাদেশ এখন অনেক এগিয়ে আছে, আমরা যখন লেখা পড়া করতাম তখন বিনা মূল্যে বই দেওয়া হতোনা, আমরা অপেক্ষা করতাম কখন আমাদের সিনিয়র ভাই যারা আমাদের উপরের ক্লাসের তাদের কার বই নতুন রয়েছে আমরা সেই পুরাতন বই দিয়েই পড়েছি। কিন্তু বর্তমানে সরকার থেকে সারা দেশের স্কুল কলেজে এক যোগে বিনা মূল্যে বই বিতরণ করে। সংবর্ধনা সভার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে। তিনি গতকাল রবিবার সকালে উপজেলা হল রুমে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে ও মাহবুব ইসলামের অর্থায়নে নবীগঞ্জ উপজেলার ২০১৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের কৃতিত্বে সংবর্ধনা “শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন। নবীগঞ্জ কল্যান সমিতি সিলেটের সভাপতি সেলিম উদ্দিন আহমেদর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. আবু ফজলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব এনাম, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু ফতেহ ফাত্তাহ। মূল আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ কল্যান সমিতির সদস্য প্রবাসী মইনুল আমিন বুলবুল, হাজ¦ী আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান পেয়ারা, আইনজীবি মুজাক্কির হোসেন, নবীগঞ্জ বিশ^বিদ্যালয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, ডা. হাবিব উল্লাহ সেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, মাহমুদ ঘোরী, মদন মোহন কলেজের সহ-অধ্যাপক রজত কান্তি ভট্রাচার্য্য, তাপস আর্চায্য, আউশকান্দি র.প. স্কুল এন্ড কলেজের শিক্ষক ইকবাল বাহার, ইনাতগঞ্জ কলেজের শিক্ষক নাজমুল আহমেদ, দৈনিক যুগভেরীর স্টাফ রিপোর্টার এম. ইজাজুল হক ইজাজ, দৈনিক বিবিয়ানার নির্বাহী সম্পাদক মুরাদ আহমেদ, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী প্রমুখ। অনুষ্ঠানের শেষে উপজেলা বিভিন্ন স্কুল কলেজের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়। এবং সাংবাদিক এম. ইজাজুল হক ইজাজ, মুরাদ আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দকে ফুলেল তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


     এই বিভাগের আরো খবর