,

শায়েস্তাগঞ্জে দুই ডাকাত আটক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হকের নির্দেশে এস আই মুখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তগঞ্জের জগন্নাথপুর পাঁচ পিরের মাঝারের সামনে থেকে দু’ ডাকাতকে আটক করেছে। ডাকাতরা শায়েস্তাগঞ্জ সদরের আঃ জলিলের ছেলে মোশাররফ মিয়া (৩০) ও বানিয়াচং গ্রামের মুজাফর মিয়ার ছেলে আনু (৩২) মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭জানুয়ারি শায়েস্তাগঞ্জ পৌর এলাকার একটি সিএনজি ষ্টেশন (জি এস ব্রাদার্স) এর কর্তৃপক্ষের কাছ থেকে ১১ লাখ টাকা ডাকাতি হওয়ার পর তৎপর অভিযানের মাধ্যমে ডাকাত সন্দেহে তাদের আটক করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, এ ডাকাতির সাথে জড়িত চক্রকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে। উল্লেখ্য, ১৭জানুয়ারি ফিলিং স্টেশনের হিসাব-নিকাশ শেষে ম্যানাজার শামিম আহমেদ ও তার এক সঙ্গী কুতুব উদ্দিন প্রায় ১১ লাখ টাকা নিয়ে স্থানীয় পূবালী ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কলাপাড়া নামক স্থানে হঠাৎ করে একটি প্রাইভেট কার মোটর সাইকেলটির গতিরোধ করে এবং কার থেকে নেমে অপরিচিত দুই যুবক অস্ত্রের মুখে জিম্মি করে জিএস ব্রাদার্সের পরিচালক কুতুবুর রহমানের কাছে থাকা ১১ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর