,

চুনারুঘাটে স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

চুনারঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে সংঘর্ষে নিহত ছাত্র আল আমিন হত্যার প্রতিবাদে ঢাকা সিলেট মাহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। গতকাল শনিবার দুপুরে মহাসড়কের নতুন ব্রীজ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন জনতা। এ সময় মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, গত শুক্রবার ভোর রাতে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র আল-আমিন (১৫)। সে উবাহাটা গ্রামের মৃত হাজী নুর হোসেনের পুত্র। হাসপাতালে ময়না তদন্ত শেষ করে গত শুক্রবার বিকেলে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সন্ধ্যা ৭টার দিকে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে ৪ মে বুধবার দুপুরে জমিতে পানি নিস্কাশন নিয়ে একই গ্রামের একই বাড়ির বাসিন্দা আল-আমিনের চাচা সাবেক মেম্বার দিদার হোসেনসহ তার লোকদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দিদার হোসেন, বাবুল মিয়াসহ তার লোকজন লাল মিয়ার তার তার ভাই উজ্জ্বল ও আল-আমিন, উপর হামলা চালায়। আল আমিন ও উজ্জ্বলকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে আল-আমিনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেয়ার পথে শুক্রবার ভোর রাতে সে মারা যায়।


     এই বিভাগের আরো খবর