,

নবীগঞ্জের হলিমপুরে শিক্ষক কর্তৃক ২ বৃদ্ধকে পিটানোর অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী শিক্ষক আশিষের অপসারনের দাবী

স্টাপ রিপোর্টার ॥ ২ বৃদ্ধকে প্রকাশ্যে মারপিট করার ঘটনায় এক প্রাইমারী স্কুলের শিক্ষকের বিরোদ্ধে ফুঁেস উঠেছে নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুরবাসী। গত শুক্রবার বিকেলে হলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিষ দাশের অন্যায়, অত্যাচার, অপকর্ম ও অসদাচরণের অভিযোগ এনে তার বিরুদ্ধে নিপীরিত নির্যাতিত সাধারণ মানুষের আয়োজনে বিশাল এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে শত শত জনতার ঢল নামে। প্রতিবাদ সভায় শিক্ষককে স্কুল থেকে অপসারনের দাবী জানান এলাকাবাসী। গিরীন্দ্র চন্দ্র দাশের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ওই ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান সত্যজিত দাশ, সাবেক মেম্বার বসুদেব দাশ, ভূবন চৌধুরী, প্রত্যুষ কান্তি দাশ, উতিন্দ্র চন্দ্র দাশ, অধীর বৈষব, মোঃ কেরামত মিয়া, সেনু মিয়া, আমির উদ্দিন, অজয় দাশ। সভায় বক্তারা বলেন, প্রবাভশালী মহলের ছত্র ছায়ায় শিক্ষক আশিষ দাশ দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্ম আসছে। এবং শিক্ষক অপসারনের দাবীসহ তার এহেন অপকর্মের প্রতিকার চাই। উল্লেখ্য গত বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্টিত হলিমপুর গ্রামে একটি পঞ্চায়েতে বিভিন্ন বিষয়ের আলোচনা পর্যালোচনার সময় আশিষ প্রকাশ্যে গ্রামের বৃদ্ধ নিবারণ দাশ ও ডাঃ প্রদীপ চন্দ্র দাস তালুকদারকে বেধরক মারপিট করে। এ দৃশ্য দেখে পঞ্চায়েতের মুরুব্বিয়ান হতভম্ব হয়ে যায়।


     এই বিভাগের আরো খবর