,

কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতা :সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীই দেশ ও জাতির ভবিষ্যত- এড. আলমগীর চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীই দেশ ও জাতির ভবিষ্যত। তারাই আগামীতে দেশ উন্নয়নে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা ছাত্র ছাত্রীদের মেধাকে আরও প্রসারিত করবে। কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন মেধা বিকাশে সাধারণ জ্ঞান প্রতিযোগীতার বিকল্প নাই। নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী সভায় সংগঠনের সভাপতি রতœদীপ দাশ রাজুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা এড.সুমঙ্গল দাশ সুমন, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৌলুদ হোসেন কাজল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক লোকমান আহমেদ খাঁন, শিক্ষক সমিতির সহ-সভাপতি শাহীনুর আক্তার চৌধুরী পান্না, প্রধান শিক্ষক বিপুল চন্দ্র দেব, পৌর কাউন্সিলর প্রনেশ চন্দ্র দেব, ডা. কন্দর্প দাশ গোপাল, শিক্ষক শিলাপদ দাশ। এতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ দাশ, সহ-সভাপতি কংকন কুমার দাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাশ চন্দ্র দাশ টিটু , যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ দাশ, লিটন দেব, প্রণয় দাশ, উত্তম কুমার দাশ, শংকর পাল প্রমূখ। অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল থেকে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী ৩৩ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর