,

নবীগঞ্জ সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল শনিবার বেলা ১১ টায় নবীগঞ্জের সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র অনুষ্ঠানে সহস্রাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যাক অভিভাবকগণ উপস্থিত ছিলেন। গভর্নিং বডির সদস্য সৈয়দ আহমদ আলী ও হাজী লুৎফুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের মধ্যে বিশিষ্ঠ দানবীর এমেরিকা প্রবাসি সৈয়দ সরফরাজ আলী, সৈয়দ জুনাহিদ আলী, সৈয়দ সামছুল ইসলাম, মোঃ সায়েক আলী, মির্জা আনহার আলী, হাফেজ মাহমুদ হোসাইনসহ বিপুল সংখ্যাক জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। আরবী প্রভাষক মকবুল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান, অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আলী আক্কাছ মোল্লা। বক্তাগণ বলেন ইসলাম শান্তির ধর্ম, সকল ধর্ম বর্ণের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ, মানুষ হত্যা আত্মহত্যা কখনো ইসলাম সমর্থন করে না। যারা এসব কাজে জড়িত তারা ইহুদিদের দালাল ও ইসলামের চরম শত্র“। আইএস সহ সকল সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠি ইসলামের নাম ব্যবহার করে ইসলাম ও মুসলমানদের কলঙ্কিত করতে চায়। তাই এদের থেকে ছাত্র জনতাকে দুরে থাকতে হবে। মাদ্রাসার কোন শিক্ষার্থী-শিক্ষক সন্ত্রাসী কর্মকান্ডে কোন কালেই জড়িত ছিল না। কারন মাদ্রাসার সিলেবাসে গঠনমূলক ভাবে ইসলাম চর্চা, প্রচার ও কায়েম করার বিধান থাকায় কোন ভাবেই কোণাকোণি ইসলাম বহির্ভুত পন্থায় সর্ট রাস্তায় বেহেস্তে যাওয়ার কল্পনাও করা যায় না। বক্তাগণ পারিবারিক ভাবে ইসলাম চর্চা, শিক্ষা ব্যবস্থায় সর্বস্থরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার আহব্বান জানান। গঠনমূলক ইসলামী শিক্ষাই মানুষকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে পথ দেখায়। একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করার মানেই গোটা মানব জাতিকে হত্যার শামিল। পরিশেষে অলি আওলীয়াদের পদধন্য লাখো শহিদের রক্তে ভেজা স্বাধীন বাংলাদেশে কোন ভাবেই সন্ত্রাসীদের কর্মকান্ড চলতে দেয়া হবে না মর্মে অঙ্গিকার এর মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।


     এই বিভাগের আরো খবর