,

জাকজমক পূর্ণ ভাবে হবিগঞ্জ চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ গতকাল শনিবার হবিগঞ্জ চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্ডিনারী গ্র“পের নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলাম ৬৪৬ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। মশিউর রহমান শামীম ৬০৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান, আতাউর রহমান সেলিম ৫৭৮ ভোট পেয়ে তৃতীয়, কাজী কামরুল আহমেদ ৫৭০ ভোট পেয়ে ৪র্থ, মিজানুর রহমান ৫৬০ ভোট ভোট পেয়ে ৫ম, ডাঃ আহমুদুুর রহমান আবদাল ৫৫২ ভোট পেয়ে ৬ষ্ঠ, ফখরুল আলম বাবুল ৫১৩ ভোট পেয়ে ৭ম, মিজানুর রহমান শামীম ৫০৩ ভোট পেয়ে ৮ম, নাসির উদ্দিন ৪৬৩ ভোট পেয়ে ৯ম, আব্দুর রহমান ৪২৭ ভোট পেয়ে ১০ম, এনএম ফজলে রাব্বী রাসেল ৪৪৯ ভোট পেয়ে ১১তম, দুলাল সূত্রধর ৪৪২ ভোট পেয়ে ১২তম। অপরদিকে জহিরুল আলম ৪৩৬ ভোট, মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মু ৪৩৩ ভোট, দেওয়ান মিয়া ৪৫৯ ভোট, মোঃ শাহজাহান ৩১৪ ভোট, মহিবুর রহমান টিপু ৩৫ ভোট, তাজুল ইসলাম চৌধুরী ৩৫৩ ভোট, শাহ মোঃ আরজু মিয়া ৩৫৯ ভোট, শেখ মোঃ উম্মেদ আলী শামীম ২৯২ ভোট, পার্থ সারথী রায় ২৮২ ভোট, সাবাজ চৌধুরী ২৭৩ ভোট, আব্দুল কাইয়ূম জুয়েল ৩৬১ ভোট ও মোহাম্মেল হোসেন হানি ১৩০ ভোট পেয়েছেন। এসোসিয়েট গ্র“পে কাউছার আহমেদ চৌধুরী জনি ২৩৮ ভোট পেয়ে ১ম, জয়নাল আবেদীন ২০৭ ভোট পেয়ে দ্বিতীয়, এসএম হেমায়েত উল্লাহ রিজু ২০৪ ভোট পেয়ে তৃতীয়, অজয় বিক্রম দাশ শিবু ১৯৫ ভোট পেয়ে চতুর্থ, শেখ আনিছুজ্জামান ১৭৮ ভোট পেয়ে ৫ম, সোহেল রানা তালুকদার ১৬৩ ভোট পেয়ে ৬ষ্ঠ, আবুল কাশেম জুয়েল ১৬২ ভোট পেয়ে ৭ম, জাহাঙ্গীর আলম সুমন ১৩৮ ভোট পেয়ে ৮ম, এসএম খান এনাম ৮২ ভোট পেয়ে ৯ম, এমএ আজিজ ইউনুস ৭২ ভোট পেয়ে ১০ম, শ্যামল চন্দ্র রায় ৩৯ ভোট পেয়ে ১১তম ও ফজল মিয়া ৩৮ ভোট পেয়ে ১২তম হয়েছেন। উল্লেখ্য, ১২টি অর্ডিনারী পদের জন্য ২৫ জন এবং ৬টি এসোসিয়েট পদের জন্য ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হবিগঞ্জ চেম্বারে অর্ডিনারী গ্র“পে ভোটার ৯৬৪ জন ও এসোসিয়েট ভোটার ৩১৩ জন। হবিগঞ্জ সরকারি উচচ বিদ্যালয়ের একটি ভবনে ১২টি বুথে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। এতে জেলা প্রশাসকের কার্যালয়ের ১৪ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করেন। এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োজিত ছিল। সকাল থেকেই জেলার বিভিন্নস্থান থেকে ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে জড়ো হন। প্রথম পর্যায়ের নির্বাচনের পর অর্ডিনারী গ্র“পের ১২ জন এবং এসোসিয়েট গ্র“পের ৬ জন নির্বাচিত পরিচালক আগামী ২৭ অক্টোবর প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।


     এই বিভাগের আরো খবর