,

নবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কৃষি ঋণ বিতরণ

ছনি চৌধুরী ॥ গতকাল রবিবার হবিগঞ্জ উন্নয়ন সংস্থা নবীগঞ্জ শাখার উদ্যোগে বাংলাদেশ সরকারের পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক মঞ্জুরীকৃত ২০,০০০০০/=(বিশ লক্ষ) টাকা থেকে প্রথম পর্যায়ে ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে কৃষি ঋণ বিতরন করা হয়। নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চাষীদের মধ্যে এ ঋণ বিতরণ করেন। ঋণ বিতরণ কালে তিনি দরিদ্র কৃষকদের ঋণের টাকা কৃষি কাজে ব্যবহার করার পরামর্শ দেন এবং যথা সময়ে ঋণের টাকা পরিশোধ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন বোরো মৌসুমে অনেক দরিদ্র কৃষক টাকার অভাবে কৃষি কাজ করতে পারেনা। অনেকে আবার মহাজনের নিকট থেকে চড়া সুদে ঋণ নিয়ে থাকেন এবং উৎপাদিত ফসলের বেশির ভাগই মহাজনের ঋণ সুদ করতে চলে যায়। তিনি বোরো মৌসুমে এধরনের একটি অপরিহার্য উদ্যোগ নেওয়ার জন্য হবিগঞ্জ উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান। তিনি সংস্থার অন্যান্য সেবামূলক কার্যক্রম ও আয়বর্ধনমূলক কর্মকান্ডে দরিদ্র জনগোষ্টীকে পূঁিজর যোগান দিয়ে কর্মসংস্থান সৃষ্টির ভূয়সী প্রশংসা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। সংস্থার সমন্বয়কারী মোহাম্মদ আরেফ আলী মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত ঋণ বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ৮নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু চৌধুরী ও সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সিনিয়র ফিল্ড মনিটর মোহাম্মদ শামীম মহসিন, সহ সমন্বয়কারী ওমর ফারুক, শাখা ব্যবস্থাপক কালী কৃষ্ণ দাস, মো: ইদ্রিস আলী, সঞ্জয় কুমার শীল, মোঃ নজরুল ইসলাম, মীর রাজু আহমেদ, অলক দাস গুপ্ত, রাহুল ঘোষ সহ অনেকে।


     এই বিভাগের আরো খবর