,

আবারো অশান্ত হবিগঞ্জের মিঠুর চক ও সরগাও গ্রাম : হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ অব্যাহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার মিঠুর চক ও সরগাও গ্রাম আবারো অশান্ত হয়ে উঠেছে। গত ৪দিন ধরে গ্রামে কোন না কোন বাড়িতে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এতে গ্রামের মহিলা ও শিশুদের মাঝে আতংক বিরাজ করছে। ৩ দিন আগে সংঘর্ষের ঘটনায় মামলা হলেও পুলিশ কোন দাঙ্গাবাজকে গ্রেফতার করতে পারছে না। দাঙ্গাবাজরা প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেই কৌশলে সটকে পড়ছে। ফলে পুলিশ ঘটনাস্থলে বেশ কয়েকবার অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি। গতকাল রবিবার মিঠুর চক গ্রামের আব্দুল্লাহ, ইব্রাহিম, মিলন মিয়া, সেলিম মিয়া, দুলাল মিয়া, আব্দুল গফুর, হাফিজুর রহমান, মহিবুর রহমান, আবু মিয়া, আম্বিয়া বেগম, বাচ্চু মিয়া, আইয়ূব আলীসহ বেশ কয়েকজনের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষের লোকজন। ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেন সরগাও, সৈয়দপুর, মিঠুরচক গ্রামের মতিন, ফারুক, সফিক, আব্দুল হক, আকবর হোসেন, আব্দুস সোবহান, সফর আলী, মামুন মিয়া, মুখলিছ মিয়া, মতলিব মিয়া, আতর আলী, সফিক মিয়া, আহাম্মদ, আব্দুল গণি, শাহ আলম, ইসমাইল, মঞ্জব আলী, দিলু মিয়া, সালা উদ্দিন, আলা উদ্দিন, সুমন, হাবিবুর, নিহাদ, কানা মতিন, মোকতাদির, দিদার মিয়া, আব্দুস সমেদসহ একদল দুর্বৃত্ত সংঘবদ্ধ হয়ে গতকাল দফায় দফায় মিঠুরচক ও সরগাও গ্রামের উল্লেখিত বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। আর এর নেতৃত্ব দেয় সৈয়দপুর গ্রামের জহুর আলীর পুত্র বাচ্চুু মিয়া ও আবু মিয়ার পুত্র ফজল মিয়া। দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার, গরু, ছাগল মূল্যবান কাগজপত্রসহ কমপক্ষে ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট ও ক্ষতি সাধন করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই মির্জা মাহমুদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাংচুর ও লুটপাট করে পালিয়ে যায়। এদিকে সংঘর্ষে গুরুতর আহত সেলিম মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সেলিমকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে।


     এই বিভাগের আরো খবর