,

যুবলীগ থেকে বহিস্কৃত আজাদের ফেইসবুকে মিথ্যা স্ট্যাটাস : নবীগঞ্জের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক সমকালের নবীগঞ্জ প্রতিনিধি এম.এ আহমদ আজাদ প্রেস ক্লাব এর সভাপতি দাবি করে উপজেলা প্রশাসনের আমন্ত্রনে উন্নয়ন মেলায় অংশ নেয়ার কথা উল্লেখ করে ফেইসবুকে দেয়া তার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নবীগঞ্জের সাংবাদিক মহলে তোলপাড় চলছে। এনিয়ে নবীগঞ্জে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তার দেয়া স্ট্যাটাসে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি হিসেবে আমন্ত্রন দেয়ার কথা উল্লেখ করলেও প্রকৃতপক্ষে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ক্লাব সভাপতি হিসেবে কোন আমন্ত্রন জানানো হয়নি। জানা যায়, সম্প্রতি নবীগঞ্জে প্রেস ক্লাবের ৩টি কমিটি গঠিত হলে উপজেলা প্রশাসনসহ নবীগঞ্জের সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় উঠে। কমিটি গঠনের পর পর প্রেস ক্লাবের একাংশের সভাপতি মুরাদ আহমদ ও সাধারণ সম্পাদক এম.এ মুহিত এবং আরেক অংশের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর মিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির সদস্য হিসেবে অর্ন্তভূক্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেন। একাধিক প্রেস ক্লাব গঠন হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন ক্লাবের কাউকেই সদস্য হিসেবে আইশৃংখলা কমিটিতে নেবেন না বলে জানান। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সাথে যোগাযোগ করা হলে, তিনি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে উন্নয়ন মেলায় কাউকেই আমন্ত্রন দেননি বলে জানান। উল্লেখ্য, দৈনিক সমকালের নবীগঞ্জ প্রতিনিধি আজাদ সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করে তার জামানত হারান। ইতিপূর্বে তিনি নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে কোন ভোট না পেয়ে ব্যাপক সমালোচিত হয়ে দলবদল করে বাংলাদেশ আওয়ামী যুবলীগে যোগদান করেন। তবে সেখানেও তার টাই হয়নি। দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ তাকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়। আজাদের এহেন মিথ্যাচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন নবীগঞ্জে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।


     এই বিভাগের আরো খবর