,

হবিগঞ্জে ৮ গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষ ॥ আহত শতাধিক : ৭৯ রাউন্ড রাবার বুলেট ও ৮২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে কোম্পানির জায়গা বিক্রি নিয়ে ৮ গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে ৫ এসআইসহ কমপক্ষে শতাধিক লোক আহত হয়। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ৭৯ রাউন্ড রাবার বুলেট ও ৮২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। আহতদের মাঝে এসআই রুহুল আমিন, পার্থ রঞ্জন চক্রবর্তী, সাহিদ মিয়া, মির্জা মাহমুদুল করিম ও রাকিবুল হাসানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় সুমন মিয়া (২২), শামীম আহমেদ (৩০), আজব আলী (৩৮), ধনু মিয়া (৩৫),আবদুল আলী (৪৫), ছালেক মিয়া (৪০), নুর উদ্দিন (২০), হাবিব মিয়া (৩০), আব্দুল হান্নান (৩৮), কবির মিয়া (৪৫), জসিম মিয়া (২৫), মারাজ মিয়া (৫০), ও রহমত আলী (৫৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, কোম্পানির জায়গা নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তালুকদার ও বতর্মান চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজ উদ্দিনের পক্ষের লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল দরিয়াপুর, শরিফাবাদ, কান্দিগাও, গৌরাঙ্গের চক, নিজামপুর, নিতাইর চক, কালারচক ও ধুলিয়াখাল গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইটপাটকেলের আঘাতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।


     এই বিভাগের আরো খবর