,

এসএসসির ফল প্রকাশ : এগিয়ে সিলেট, পিছিয়ে হবিগঞ্জ

স্টাফ রিপোর্টার ॥ ২০১৭ সালের এসএসসি পরীক্ষার সিলেট বোর্ডের জেলা ভিত্তিক ফলাফলের সবচেয়ে এগিয়ে আছে সিলেট জেলা। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে হবিগঞ্জ জেলা। এবারের ফলাফলে সিলেট জেলা থেকে এসএসসিতে ৩৪ হাজার ৭শত ৮৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ন হয় ২৯ হাজার ৩শত ২৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪ শত ২১ জন শিক্ষার্থী। যার মধ্যে ছাত্র ৭৯৩ ও ছাত্রী ৬২৮ জন। অপরদিকে হবিগঞ্জ জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ হাজার ৩শত ৩৭জন শিক্ষার্থী যার মধ্যে পাস করে ১৩ হাজার ৯শত ৪০ জন। এর মধ্যে ৪০৩ জন জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে ছাত্র ২১৯ ও ছাত্রী ১৪৮ জন। সিলেট জেলার পাসের হার ৮৪.৩১ শতাংশ এবং হবিগঞ্জের পাসের হার ৭৬.০২ শতাংশ। অন্যদিকে সুনামগঞ্জ জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ হাজার ৯৭জন শিক্ষার্থী যার মধ্যে পাস করে ১৬ হাজার ৩শত ৫৪ জন। এর মধ্যে ২৪৬ জন জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে ছাত্র ১৩২ ও ছাত্রী ১১৪ জন। সুনামগঞ্জে গড় পাশের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ। আর মৌলভীবাজার জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২০ হাজার ৬শত ৯৬জন শিক্ষার্থী যার মধ্যে পাস করে ১৫হাজার ৭শত ৫৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯৩ জন। যার মধ্যে ছাত্র ২৮৩ ও ছাত্রী ৩১০ জন। মৌলভীবাজার জেলায় গড় পাশের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। প্রসঙ্গত, বোর্ডের অধীনে মোট সিলেটের চার জেলার ৮১২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৭। এবছর সিলেট বোর্ডে এসএসিতে ৯৪ হাজার ১শ’ ৪২জন পরীক্ষার্থী অংশ নেয়।


     এই বিভাগের আরো খবর