,

নবীগঞ্জে মেম্বার পদ নিয়ে দুই মহিলার রশি টানাটানি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় দুই মহিলা তাদের পদ নিয়ে ভোট কেন্দ্র থেকে আদালত পর্যন্ত দৌড়াদৌড়ি করে পদ পেতে এখন তাদের মধ্যে রশি টানা টানি শুরু হয়েছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত তারা দৌড়াদৌড়ি করছেন। জানা গেছে-ওই উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে গত ইউপি নির্বাচনে বিজয়ী ঘোষনা করা হয় হোসনা বেগমকে এবং তিনি বিজয়ী হয়ে শপথ নিয়ে দায়িত্ব পালন করে আ্সছেন। কিন্তু ওই নির্বাচনি ফলাফল মেনে নিতে পারেননি তার প্রতিদ্বন্ধি মায়ারুন আক্তার। তিনি ভোট পুনঃগণনার জন্য হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ দিন মামলাটি পর্যালোচনা করে অবশেষে গত ১৬ই মে পুনরায় ভোট গননা করে গড়মিল পেয়ে মায়ারুন আক্তারকে বিজয়ী ঘোষনা করে রায প্রদান করেন। কিন্তু ওই রায় মেনে নিতে পারেননি হোসনা বেগম। পরে তিনি রায়ের বিরুদ্ধে জেলা যুগ্ম জজ আদালত হবিগঞ্জ আপিল মোকদ্দমা ০১/০১৭ই মামলা দায়ের করলে বিচারক গত ১৬ই মে এর রায় এর কার্যকারিতা আগামী ২৮ শে আগষ্ট পর্যন্ত আদেশ স্থগিত করেন । এব্যাপারে হোসনা বেগম জানান একটি কুচক্রী মহলের ইন্দনে তাকে হয়রানি করা হচ্ছে এবং আপিল মামলায় তিনি জয়ী হবেন।


     এই বিভাগের আরো খবর