,

মোবাইল ফোনে জারী গানের ভিডিও ধারণকে কেন্দ্র করে হবিগঞ্জের লুকড়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ আহত ২৫

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের আষেড়া গ্রামে জারী গানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ও দোকানপাট ভাংচুর হয়। গতকাল শনিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। আহত সূত্র জানায়, ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র আওলাদ মিয়া উত্তর আষেড়া গ্রামে প্রতি বছরের ন্যায় জারী গানের আসর বসায়। এ সময় একই গ্রামের নবী রহমানের পুত্র আক্তার হোসেন মোবাইল ফোনে জারী গানের ভিডিও ধারণ করে। এ সময় আওলাদ মিয়া, জেবুল, লাভলুসহ একদল লোক তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। এ খবর আক্তার হোসেনের লোকজনের নিকট পৌছলে উভয়পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় আক্তার হোসেন (৩৫), রিপন মিয়া (২৫), ফয়ছল (২৫), আমির হোসেন (৪০), তোরাব আলী (৫০), মীর হোসেন (৩০), আরব আলী (৫০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন লুকড়া ইউপি চেয়ারম্যান আব্বাস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


     এই বিভাগের আরো খবর