,

বার্মিংহাম শ্রমিকলীগের সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন রহমত আলী ও মকসুদ মিয়া


জিয়া তালুকদার, বার্মিংহাম (যুক্তরাজ্য) থেকে ॥ বৃহত্তর সিলেট তথা নবীগঞ্জের কৃতি সন্তান সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর স্নেহধন্য  সাবেক কারাবরণকারী ছাত্র নেতা রহমত আলী যুক্তরাজ্যের বার্মিংহাম শ্রমিকলীগের সভাপতি ও মকসুদ মিয়া সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। বৃটেনের বার্মিংহামে গত রবিবার নবাব ব্যানকুইটিং হলে বার্মিংহাম তথা বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত নেতা কর্মী কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই প্রথম বর্নাঢ্য আয়োজনে নবগঠিত শ্রমিকলীগের কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। দুপুর ১২টা থেকে শুরু হয় অতিথিদের আগমন ও বেলা বাড়ার সাথে সাথে পরিচিতি সভা পরিনত হয় জনসমুদ্রে। নব গঠিত শ্রমিকলীগের সভাপতি এক সময়ের রাজপথ কাঁপানো কারাবরণকারী সাবেক ছাত্রলীগ নেতা রহমত আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সেক্রেটারি মকসুদ মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা রশীদ আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি শামিম আহমেদ, বিশেষ অতিথি হিসেব ছিলেন সিলেট জেলা আওয়ামীলিগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও বারবার নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রবীন সদস্য আজির উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু, মিডল্যান্ড আওয়ামীলীগের সভাপতি হিফজুর রহমান খান. সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চন্দন মিয়া, ম্যানচেষ্টার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মাহমুদ,সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা। আরো উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামীলীগের সহ সভাপতি বশির মিয়া কাদির, বুলন চৌধুরী, মোস্তফা কামাল বাবলু, মিডল্যান্ডস আওয়ামীলীগের সহ সভাপতি আকমল খাঁন, আলহাজ্জ দিলাল উদ্দীন, কভেন্ট্রী আওয়ামীলীগের সহ সভাপতি অনর উদ্দীন চৌধুরী জাহিদ, বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বেলাল, নুরুল ইসলাম কিসলু, বার্মিংহাম আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক আব্দুর শুকুর, জুম্মা আহমেদ লিটু, প্রচার সম্পাদক নাসির আহমেদ শ্যামল, শিক্ষা বিষয়ক সম্পাদক এনামুল হক নেফা, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক জয়নাল ইসলাম, লাফভরা আওয়ামীলীগের সভাপতি তমিম চৌধুরী,ষ্টক অনট্রেন্ট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইউসুফ চৌধুরী, বার্মিংহাম স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তাজুল ইসলাম, খালেদ ভুইয়া গ্রেটার মিডল্যান্ডস ছাত্রলীগ, জুয়েল মিয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবা বলেন, প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে।


     এই বিভাগের আরো খবর