,

নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবী উপেক্ষিত ॥ জনমনে ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবী বাস্তবায়ন না হওয়ায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিলন্ড থেকে
উত্তোলনকৃত গ্যাসে দেশের বড় বড় শিল্প কারখানার চাকা সচল হলেও নবীগঞ্জবাসী সেই গ্যাস থেকে বঞ্চিতই রয়ে গেছেন। সারা দেশের বিভিন্ন জেলায় বিবিয়ানার গ্যাস ব্যবহার করে মানুষ উপকৃত হলেও এ গ্যাসের প্রকৃত দাবীদার নবীগঞ্জ উপজেলাবাসীর জন্য গ্যাস সরবরাহে অদ্যাবধি কোন পদক্ষেপ নেওয়া হয়নি। নবীগঞ্জ পৌরসভায় গ্যাস সংযোগ প্রদান করলেও তা পুরো পৌরবাসী পায়নি। নবীগঞ্জের ঘরে ঘরে গাসের দাবীতে অতীতে অনেক আন্দোলন কর্মসুচী সফলভাবে পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায় সংগত এ দাবীর প্রতি সু-বিচার করেননি। ফলে জনমনে ক্ষোভ রয়েই গেছে। নবীগঞ্জের এই প্রাকৃতিক সম্পদ সারা দেশের চাহিদা পূরণ করুক তাতে কারো আপত্তি নেই। কিন্তু যেখান থেকে গ্যাস পাওয়া গেছে সেখানের মানুষকে গ্যাস থেকে বঞ্চিত করা কোন ভাবেই বিবেচনা প্রসূত হতে পারে না। নবীগঞ্জবাসী তাদের প্রাণের দাবী নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সরবরাহে আশু পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছেন। এছাড়া বিবিয়ানা গ্যাস দিয়ে যে বিদ্যুৎ প্লান্ট নির্মাণ করা হচ্ছে তা দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করবে। এই বিদ্যুৎ থেকে নবীগঞ্জবাসী বঞ্চিত হবেন না-এমনটাই আশা করছেন সর্বস্তরের জনসাধারণ। নবীগঞ্জের বিদ্যুৎ নবীগঞ্জবাসীর চাহিদা পূরণ করে দেশের অন্যান্য স্থানের চাহিদা পূরণ করবে এটাই সংগত। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর