,

নবীগঞ্জে তিন গ্রামে ৩২ লক্ষ ব্যয়ে শতাধিক বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন এমপি এড. কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিদ্বারা গ্রামের বিজনা নদীপাড় এলাকায় ৭ লক্ষ টাকা ব্যয় পরে রুদ্রগ্রাম ও কোনাবনগাও গ্রামে ২৪ লক্ষ ৯০ হাজার ২শত সহ মোট ৩২ লক্ষ টাকা ব্যয়ে শতাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি কেয়া চৌধুরী। গতকাল সোমবার পৃথক সময়ে তিনি এ বিদ্যুৎ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছে। এরই ধারাবাহিকতায় আমি নেত্রীর কাছ থেকে বরাদ্ধ এনে নবীগঞ্জ-বাহুবল উপজেলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাচ্ছি। কেউ বিদ্যুৎ বঞ্চিত হবেন না। পর্যায়ক্রমে আমি সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, বিদ্যুৎ নিতে কোন দালালের আশ্রয় নিবেন না। উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে তিনি সবার প্রতি আহবান জানান। এতে বক্তব্য রাখছেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল, কৃষকলীগের সহ-সভাপতি ছালিক মিয়া, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মন্নান, ১১নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজমান আলী, উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল, জেলা আওয়ামীলীগ নেতা আবু তাহের চৌধুরী, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা শেখ মোঃ তারা মিয়া, লোকমান খান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফুল মিয়া প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমপি কেয়া চৌধুরী দেবপাড়া ইউনিয়নের  ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি অসুস্থ শাহ জমসেদ আলী ভাইকে দেখতে সদরঘাটস্থ তার বাড়িতে যান।


     এই বিভাগের আরো খবর