,

বানিয়াচংয়ে দৈনিক ভোরের ডাক’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টর ॥ বানিয়াচংয়ে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনার মাধ্যমে পালিত হয়েছে। গতকাল রবিবার সন্ধায় স্থানীয় ১নং ইউনিয়ন পরিষদ সভা কক্ষে পত্রিকাটির বানিয়াচং প্রতিনিধি কবি ও সাংবাদিক মোঃ আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও প্রেসক্লাব সেক্রেটারী ইমদাদুল হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ১নং উত্তর পুর্ব ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মিয়া, ২নং উত্তর পশ্চিম ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৪নং দক্ষিন পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, উপজেলা রিপোর্টার্স ইউনিটির আজীবন সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী ও প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসাইন। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সাহিত্য পত্রিকা তরঙ্গের সম্পাদক হাফেজ শিব্বির আহমেদ আরজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউননিটির সেক্রেটারী জীবন আহমেদ লিটন, সঙ্গীত শিল্পী একে আজাদ, ব্যবসায়ী নেতা এস.এম সাইফুল ইসলাম সেলিম, ক্রীড়া ব্যক্তিত্ব ইকবাল হোসেন খান মনি, বদরুল আলম সুমন, প্রভাষক মোহাম্মদ আলী, সাংবাদিক পিয়ানুর আহমেদ হাসান, মখলিছ মিয়া, সৈয়দ মছরুর আহমেদ, তৌহিদুর রহমান পলাশ, শেখ সফিকুল ইসলাম সফিক, জামাল উদ্দিন আলফু, আনোয়ার হোসেন, এস.এম জহিরুল ইসলাম নাসিম, নজরুল ইসলাম তালুকদার, জয়নাল আবেদীন, আল-আমিন খান, আতিকুর রহমান সোয়েব, ফেন্ডস ইয়াং সোসাইটির সভাপতি হাবিবুর রহমান মাসুক, যুব সংহতি নেতা নাসিম আহমেদ জামাল, ছাত্রলীগ নেতা দিলসাদ, শোভন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর