,

কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সকলের সম্মিলিত চেষ্টাই সম্ভব মাদক নির্মূল -বাহুবলে মতবিনিময় সভায় ডিসি মাহমুদুল কবীর মুরাদ

বাহুবল প্রতিনিধি ॥ প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে নাগরিক সহযোগিতা করলেই সমাজ থেকে মাদক নামক সামাজিক ব্যাধি দূর করা যাবে। যখন কোন এলাকায় আইন শৃংখলা বাহিনীর লোকজন মাদক দ্রব্য উদ্ধারে অভিযান চালাবে তখন কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই মাদক নির্মূল করা সম্ভব হবে। গতকাল মঙ্গলবার বাহুবল উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বাহুবল উপজেলার শিক্ষার হার বৃদ্ধি করতে সকল শ্রেণি পেশার নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা দিক দিয়ে পিছিয়ে পড়া এ উপজেলাটিকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষায় আরও গুরুত্ব আরোপ করতে হবে। তিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের যুগান্তকারী উদ্যোগ “বাহুবল উপজেলা সার্বিক শিক্ষা আন্দোলন-২০১৮” কার্যক্রমটিকে সকল সহযোগিতা প্রদানেরও আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আহমেদ আওলাদ, ইব্রাহিম মুন্সী, আসকার আলী, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, ফেরদৌস আলম, শাহ আব্দাল মিয়া তালুকদার, আজমল হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, কৃষি অফিসার রেজাউল করীম, প্রাণী সম্পদ অফিসার আমজাদ হোসেন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা নুসরাত ই-এলাহী, আনসার ভিডিপি কর্মকর্তা আফসানা আনজুম, মাধ্যমিক কর্মকর্তা আশরাফ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, বাহুবল মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম. সেলিম আহমেদ আখঞ্জী, নির্বাহী সদস্য পংকজ কান্তি গোপ টিটু, এফ আর হারিছ, সামিউল ইসলাম, উপজেলা তরুণলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আয়াত আলী, কৃষকলীগের সভাপতি মখলিছুর রহমান, নিরঞ্জন সাহা নিরু, মামুনুর রশিদ, বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল আলম, আওয়ালীলীগ নেতা আয়াজ আলী, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ, সাবেক ছাত্রনেতা সাহাব উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. রশিদ আহমেদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব প্রমুখ। এছাড়াও মঙ্গলবার দুপুর ১২টায় প্রায় ২৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মিরপুর চৌমুহনীতে ড্রেনেজ ও কালভার্ট প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মিরপুর ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিনের সভাপতিত্বে ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, ভাইস চেয়ারম্যান তারা মিয়া, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদ, ব্যবসায়ী নেতা মোঃ কদর আলী। উল্লেখ্য, মিরপুর চৌমুহনীর রাস্তাটিতে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে ব্যবহারে অনুপযোগি হয়ে পরেছিল। এ সমস্যা সমাধানের জন্য বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন উদ্যোগ গ্রহণ করেন। এতে উনার আহ্বানে মিরপুর চৌমুহনীর ব্যবসায়ীদের ২০ লক্ষ ও উপজেলা প্রশাসনের ৬ লক্ষ মিলিয়ে প্রায় ২৬ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজটি সম্পন্ন করা হয়।


     এই বিভাগের আরো খবর