,

নবীগঞ্জে হামলা ও ভাংচুর মামলায় তিন আসামীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আমড়াখাইড় গ্রামে হামলা ও বাড়িঘর ভাংচুর  মামলায় গ্রেফতারকৃত তিন আসামীর বিরুদ্ধে এক দিনের রিমান্ড নামঞ্জুরের আপিল করলেও অবশেষে উচ্চ আদালত নিম্ন আদালতের আদেশ বহাল রেখে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রথমবার রিমান্ড মঞ্জুর করায় আসামী পরে আইনজীবি উচ্চ আদালতে আপিল করেন। অবশেষে উচ্চ আদালতের বিজ্ঞ বিচারক তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সুত্রে প্রকাশ, গত ৯ই এপ্রিল সকালে নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর (পূর্ব) ইউনিয়নের আমড়াখাইড় গ্রামের মৃত রবীন্দ্র কুমারের পুত্র রনি তালুকদার এর বাড়িতে ওই গ্রামের মৃত মজর উল্লার পুত্র ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। এরই দায়ে পরদিন রনি তালুকদার নবীগঞ্জ থানায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই পলাশ চন্দ্র দাশ ওই দিনই মামলার অন্যতম আসামী ওই গ্রামের মজর উদ্দিনের পুত্র ইসলাম উদ্দিন (৫৫) আব্দুল আজিজের পুত্র শাইকুল মিয়া (৩০) রেনু মিয়ার পুত্র সাজু আহমেদ আরজু (৩৫)কে গ্রেফতার করেন। পর দিন তাদের হবিগঞ্জ আদালতে প্রেরণ করেন এবং তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ বিচারক তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে তার বিরোধীতা করেন আসামী পরে লোকজন। তারা রিমান্ডের বিরোধীতা করে উচ্চ আদালতে আপিল মামলা ৯৯/১৮ইং দায়ের করেন। বিজ্ঞ বিচারক গত ১৭ই এপ্রিল ওই আবেদনের দীর্ঘ শোনানি শেষে নিম্ম আদালতের আদেশ বহাল রেখে আবারো তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন ।


     এই বিভাগের আরো খবর