,

চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির বনভোজন

স্টাফ রিপোর্টার ॥ ফাল্গুন আর ভালবাসা দিবসকে বরণ এবং চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বনভোজনকে কেন্দ্র করে গতকাল শনিবার মিলন মেলা বসেছিল চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের ধমধমিয়া লেক পাড়। ইউনিটির সদস্য ও তাদের পরিবারের সাথে মিলন মেলার আড্ডায় যোগ দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, তার সহধর্মিনী সালমা সুলতানা, ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম পাঠোয়ারী, ক্রেল কর্মকর্তা অর্জুন দাশসহ অনেকেই। দুপুরে পৌনে ১২টায় বনভোজনের গাড়ি নালওয়ার ধমধমিয়ায় পৌছার পর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নেমেই চলে যান লেকপাড়ে। পদ্মফুলের সমাহারে হারিয়ে যান ছেলেমেয়েসহ সকলেই। এরই মধ্যে দুপুর ১২টায় ইউনিটির বার্ষিক সাধারণ সভা শুরুর তাগিদ পড়ে। সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় প্রাণবন্ত বক্তব্য রাখেন প্রবীন সদস্য সিরাজুল হক, সহ-সভাপতি হাছান আলী, এস এম তাহের খান, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, দুলাল মিয়া, এম এ আউয়াল, আঃ মুকিতসহ অনে্েকই। এ সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার। সভায় আয় ব্যায়ের বাজেট পাস হওয়ার পরই শুরু হয় আকর্ষনীয় খেলাধুলা। প্রথমেই ছোট ছেলেমেয়েদের দৌড়, এর পর মধ্যম ছেলেমেয়ের দৌড়। আকর্ষনীয় ছিল বালিশ চালনা ও হাড়ি ভাঙ্গা। মজার বিষয় হলো কেউ হাড়ি ভাংতে পারেনি। চোখ বেধে মাত্র ৫ গজ দুরে কেউ সফল না হলেও সমাজ সেবা কর্মকর্তা, ক্রেল কর্মকর্তা এবং ভাইস চেয়ারম্যান কিছুটা কাছাকাছি যাওয়া তাদের বিজয়ী ঘোষনা করা হয়। এদিকে খাবারের জন্য অপেক্ষা আর পেঠের ক্ষুধায় অনেকেই যখন ক্লান্ত তখন গান গেয়ে সবাইকে প্রফুল্প করে হাছান আলী, সুজন, ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া, সুজন পতœী, নুরুল আমিন। গানে মগ্নহন চেয়ারম্যান শামছুননাহার চৌধুরী, আবেদ হাসনাত চৌধুরী ও অতিথিরা। এক পর্যায়ে খাবার এলে শুরু হয় খাবারের জন্য ছুটাছুটি। এরই মধ্যে যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার পরিবার। মজাদার খাবার খেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার পতœীসহ সবাই বাবুর্চি কামাল মিয়াকে ধন্যবাদ জানান। খাবার পর্ব শেষে শুরু হয় পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র। পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। র‌্যাফেল ড্রতে মজার মজার পর্ব আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, তার সহধর্মিনী সালাম সুলতানা, ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, আহমদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম পাঠোয়ারী, ক্রেল কর্মকর্তা অর্জুন দাশম নুরুল আমিন, আবুল কালাম আজাদ, হাছান আলী। পুরস্কার বিতরণ শেষে র‌্যাফেল অতিথিদের উপহার এবং র‌্যফেল ড্র’র পুরস্কার বিতরণ শেষে বনভোজনের সমাপ্তি ঘটে। সকলেই অনাবিল আনন্দ আর বাসন্তি হাসি নিয়ে বাড়ি ফিরে যান।


     এই বিভাগের আরো খবর