,

সারা দেশে ১৬দিন যাবত জন্ম নিবন্ধন বন্ধ বিব্রত ইউ.পি চেয়ারম্যান ও উদ্দ্যোক্তরা..ব্যাংক জটিলতার কারণে বানিয়াচঙ্গে সৌদি রেজিষ্ট্রেশন হচ্ছেনা

বানিয়াচং প্রতিনিধি ॥ সারা দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ১৬দিন যাবত জন্ম নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। অন্যদিকে বানিয়াচঙ্গ উপজেলায় সৌদি আরবসহ অন্যান্য দেশে গমনেচ্ছুকদের রেজিষ্ট্রেশনও ব্যাংক জটিলতার কারণে বন্ধ রয়েছে। এতে বিব্রতকর অবস্থায় পড়েছে ইউ.পি চেয়ারম্যান ও ইউডিসি উদ্দ্যোক্তারা। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, এ মাসের প্রথম সপ্তাহ থেকে জন্ম নিবন্ধন সার্ভারের ওয়েবসাইটে কিক করলে কারিগরি জটিলতার কারণে সাময়িকভাবে অনলাইনে জন্ম নিবন্ধন বন্ধ দেখানো হয়। আবার ৫/৬ দিন যাবত সার্ভারে প্রবেশ করলে হড়ঃ ভড়ঁহফ দেখা যায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী গজচ পাসপোর্ট করার জন্য সংক্ষিপ্ত ছুটিতে স্বদেশে আসা প্রবাসীরা উদ্ভোত সমস্যায় উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। যথাসময়ে পাসপোর্ট না পাওয়াতে তাদের বিদেশ যাওয়া অনিশ্চিতায় স্বর্ণালী ভবিষ্যৎ নিয়ে হতাশ। এদিকে সৌদি আরবসহ অন্যান্য দেশে গমনেচ্ছুদের সরকার ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর মাধ্যমে ফরম পূরণকালে দু’শত টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করে দিতে হয়। সোনালী ব্যাংক বানিয়াচঙ্গ শাখা ব্যাংক ড্রাফট ইস্যু না করায় আবেদনকারীদের রেজিষ্ট্রেশন ফরম ইউডিসির উদ্দ্যোক্তারা গ্রহণ করতে পারছেনা। জনগনের চাপ ও বিব্রত অবস্থা থেকে রক্ষা পেতে অনেক ইউ.পি চেয়ারম্যান ও উদ্দ্যোক্তাকে অফিসে আসতে দেখা যায়না। জন্ম নিবন্ধন বন্ধ ও ব্যাংক ড্রাফট বিষয়ে হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর মন্তব্য চাওয়া হলে তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগ জন্ম নিবন্ধন সার্ভার ত্র“টিমুক্ত করার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে, শীঘ্রই চালু হবে ইনশাল্লাহ। অন্যদিকে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে ব্যাংক ড্রাফট ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। এ বিষয়ে সোনালী ব্যাংক বানিয়াচঙ্গ শাখার সিনিয়র ম্যানেজার মোঃ সাজিদ আলী জানান, ব্যাংক ড্রাফট ইস্যু সংক্রান্ত বিষয়ে কোন নির্দেশনা পাইনি। জন্ম নিবন্ধন বন্ধ বিষয়ে হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও জন্ম-মৃত্যু নিবন্ধক ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জানান, সংশ্লিষ্ট জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পিডি একেএম সাইফুল ইসলাম চৌধুরীর ০২৯৫৫৬৬০৬ ও ০১৭১৬২০৬৫৫৭ নাম্বারে কয়েক দিন যাবৎ রিং করলেও কেউই রিসিভ করছেনা। তিনি বলেন, সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষের সাথে কথা বলে জনগনের ভোগান্তি লাঘবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউডিসির উদ্দ্যোক্তা মোঃ আনসার আলী জানান, জন্ম নিবন্ধন এর সার্ভারের ত্র“টির কারণে এ সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকায় জনগনকে সঠিক উত্তর দেওয়া হলেও কেউই বিশ্বাস করতে চায়না বরং কটুক্তি করে। ফলে সারা দেশের ইউ.পি চেয়ারম্যান ও উদ্দ্যোক্তারা সৌদি রেজিষ্ট্রেশন বিষয়ে বানিয়াচঙ্গ সদর দক্ষিণ-পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান জানান, ব্যাংক ড্রাফট না পাওয়ায় নিবন্ধন ফরম গ্রহণ করা যাচ্ছেনা, ফলে চরম বিব্রতকর অবস্থায় রয়েছি। একই ইউ.পির ইউডিসির উদ্দ্যোক্তা ফারুক আহমদ বলেন, দুই এক দিনের মধ্যেই জটিলতা নিরসন হবে তখন সৌদি নিবন্ধন ফরম ইউডিসিতে গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর