,

আবিষ্কার হল পেট্রোল বোমার প্রতিকার ॥

সময় ডেস্ক ॥ চলমান অস্থিতিশীল রাজনৈতিক অবস্থায় বর্তমানে দেশের একনম্বর বিভীষিকার নাম পেট্রোলবোমা। হরতাল-অবরোধে জনমনে আতঙ্ক সৃষ্টির প্রধান হাতিয়ার এখন পেট্রোলবোমা। দুর্বৃত্তদের দ্বারা এই পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মারা গেছে প্রায় শতাধিক এবং যারা প্রাণে বেঁচে রয়েছে তারা গুনছে শুধুই দীর্ঘশ্বাস। সারা দেশে নাশকতার একনতুন নাম পেট্রোলবোমা। কথায় বলেÑ যার জ্বলে সে বোঝে। পেট্রোলবোমায় যারা দগ্ধ হয়েছে তারাই বুঝছে কী জ্বালা? বাংলাদেশের প্রায় সকল বার্ন ইউনিটে এখন একটি জিনিসের কান্না শোনা যায় তা হল পেট্রোলবোমায় দগ্ধদের বোবা কান্না। হরতাল-অবরোধের মূল অস্ত্র হিসেবে প্রথম জায়গা করে নিয়েছে পেট্রোলবোমা। কারণ এটা বহনে সুবিধা এবং খরচও তুলনামূলক কম। তবে নিঃসন্দেহে এটা আতঙ্ক এবং বিভীষিকা। দেশের এমন ভয়াবহ অবস্থায় সবাই যখন নিজের সুরক্ষার উপায় খুঁজছে, ঠিক তখনই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর ফারুক বিন হোসেন ঈয়ামিন নামক একজন কৃষি বিজ্ঞানী আবিষ্কার করেছে অগ্নিরোধক কাঁচ এবং পর্দা সুরক্ষার পন্থা। তার মতেÑ এই কাঁচ ও পর্দা ব্যবহার করলে ছুঁড়ে দেয়া পেট্রোলবোমা বা অগ্নিগোলার আগুন ছড়িয়ে পড়বে না এবং বেঁেচ যাবে অনেক জীবন।


     এই বিভাগের আরো খবর