,

‘কেয়া চৌধুরীকে নৌকা প্রতীকের নির্বাচিত এমপি চাই’ দাবীতে পুটিজুরীতে তৃণমূলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : এমপি কেয়া চৌধুরী সংরক্ষিত মহিলা আসনের এমপি। কিন্তু তিনি নির্বাচিত এমপির চেয়েও ব্যাপক উন্নয়ন করেছেন। তাই নবীগঞ্জ-বাহুবল আসনের তৃণমূল মানুষের কাছে তিনি একজন জনপ্রিয় নেতা। তৃণমূল লোকেরা তাঁকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নৌকা প্রতীকের নির্বাচিত এমপি দেখতে চায়। এদিকে বাহুবলের দ্য প্যালেস লাক্সারী রিসোর্টে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘রোল অব এমপিস ইন মনিটরিং এন্ড ইমপ্লিমেন্টিং এসডিজি’ বিষয়ক কর্মশালায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিসহ  ৩০ জন সংসদ সদস্য, ১২ জন সরকারী কর্মকর্তা এবং ১০ জন জাতিসংঘের প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ খবর তৃণমূলের কাছে প্রকাশ পায়। তাই ১৫ সেপ্টেম্বর দ্য প্যালেস লাক্সারী রিসোর্টের প্রবেশ পথ পুটিজুরী বাজার এলাকায় তৃণমূলের শত শত লোকেরা দুপুর থেকে জড়ো হতে থাকেন। তাদের হাতে ছিল ব্যানার ও ফ্যাস্টুন। মাথায় ক্যাপ। বুকে লাগানো কাগজে লেখা ছিল কেয়া চৌধুরীকে নৌকার নির্বাচিত এমপি চাই। বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ঢাকা ফেরার পথে এ মানববন্ধন থেকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কেয়া চৌধুরীকে এ আসনে নৌকা প্রতীক দেওয়ার জন্য দাবী জানানো হয়।  এ সময় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উপস্থিত জনতার প্রতি লক্ষ্য করে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে উপস্থিত তৃণমূলের উদ্দেশ্যে বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, আপনারা আমাকে ভালবাসেন। তার প্রমাণ এ উপস্থিতি। আপনারা নিজ থেকে এখানে এসেছেন। আমাকে নির্বাচিত এমপি দেখতে চান। তাই আপনারা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাকে এ আসনে নৌকা প্রতীক দেওয়ার জন্য দাবী জানিয়েছেন। আমি চিরকৃতজ্ঞ। তিনি বলেন, সংরক্ষিত আসনের এমপি হয়েও নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে তৃণমূলের কল্যাণে উন্নয়ন পৌঁছে দিয়েছি। এ সময় তৃণমূলের শত শত লোকজন নৌকা প্রতীক নিয়ে এসে এ আসনে নির্বাচন করার জন্য কেয়া চৌধুরীর প্রতি আহবান জানান। এর উত্তরে এমপি কেয়া চৌধুরী বলেন, আমি প্রস্তুত। আপনারাও প্রস্তুত থাকুন। নৌকাকে বিপুল ভোটে জয়ী করতে হবে। এ সময় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ তৃণমূলের লোকেরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর