,

সঙ্গীত সাধনায় মন বেঁধেছেন শিশুকাল থেকেই ফারজানা

প্রেস বিজ্ঞপ্তি: নতুন প্রজন্মের আলোড়ন সৃস্টিকারী বৃহত্তর সিলেটের সুনামধন্য বাউল শিল্পী ফারজানা আক্তার (তান্না)। সঙ্গীত সাধনায় মন বেঁধেছেন শিশুকাল থেকেই, বাউলিয়ানায় হাতে-খড়ি প্রখ্যাত বাউল সাধক দাদা ওস্তাদ প্রয়াত বাউল মুছন আলীর অন্যতম শিষ্য ফারজানা আক্তার তান্না তার ওস্তাদ বাউল বিরহী রাজুর হাতধরেই এখন বাউল মঞ্চের পরিপূর্ণ একজন জনপ্রিয় শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছে। বাউল গানে তার ব্যাপক পরিচিতি মিললেও এখন বাউলের সর্ব ডালে ভর তার, ভক্তিমূলক, মুর্শিদি, বিচ্ছেদ, ভাববিচ্ছেদ, জারিসারি গানেও  তার কোনো জুড়ি নেই। তরুণী এই গুণী শিল্পী যার মঞ্চ কাঁপানো গানে গানে হাজারো দর্শক হয় মাতোয়ারা। তার জন্মস্থান বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি (ষাটকাহন)  গ্রামে। একটি কৃষক পরিবারে তার জন্ম, বাবার নাম মোঃ চন্দন মিয়া, মাতার নাম ছালেহা বেগম, ১  ভাই ৩ বোনের মধ্যে সে সবার বড়। গতকাল নবীগঞ্জের ফরিদপুরে একটি মঞ্চে ভক্তিমুলক গানের অনুষ্ঠান শেষে এ প্রতিনিধির সাথে এক সৌজন্যে সাক্ষাৎকালে সে জানায়, তাঁর স্বপ্ন সে আরো অনেক বড় শিল্পী হয়ে দেশ মাটি ও মানবের  কল্যাণে কাজ করতে চায় সংগীতের মাধ্যমে।


     এই বিভাগের আরো খবর