,

ওমান বাস দূর্ঘনায় নিহত দবিরের জানাযায় শোকার্ত জনতার ঢল

জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের সৌদি আরব প্রবাসী হাজী মাসুক মিয়ার বড় ছেলে ওমান প্রবাসী মোঃ দবির হোসেন (২৪)। গত বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ওমান গাড়ী দূর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের লাশ গত বুধবার দিবাগত রাতে বাড়ীতে আসে। গত বুধবার লাশ বাড়ীতে আসার পর থেকে দবির হোসেন দেখতে এলাকার মানুষ জড়ো হতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে সমবেদনা জানান ও দোয়া চান সকলের কাছে সকল বন্ধু বান্ধব ও আতœীয় স্বজনরা। কলকলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ এক নজর দেখার জন্য জমায়েত হন দবির হোসেনের বাড়ীতে। এ সময় সন্তানহারা বাবা, মা ও ছোট ভাই সহ স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। জানাযার পূর্বে হাজার খানের মানুষের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মজিদপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। সকাল থেকে জড়ো হতে থাকে তার সাথে লেখা পড়া করা শিার্থী সহ বন্ধু বান্ধব সকলের মুখে একই প্রশ্ন এত কম সময়ে দবির চলে যাবে আমরা কেউ বিশ্বাস করি নাই। জানাযায় উপস্থিত হওয়া অনেকেই জানান, শোকাহত স্বজনদের স্বান্তনা দেবার ভাষা আমাদের জানা নেই। তবে এমন সড়ক দূর্ঘটনা কারোরই কাম্য নয়। আজ আমরা যে যুবকে হারালাম এ ক্ষতি পূরণ হবার নয়। আল্লাহ সন্তানহারা মাতা ও বড় ভাইদের ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমাদের জগন্নাথপুর প্রবাসী নির্ভর উপজেলা প্রবাসীরা দেশে টাকা পাঠিয়ে অর্থনৈতিক চাকা সচল রাখছেন। এভাবে গাড়ী দূর্ঘটনায় যাতে আমাদের মায়ের কোল খালি না হয়। আমরা সরকারের কাছে আবেদন দবির হোসেনের গাড়ী দূঘর্টনার বিষয়টি তদন্তে মাধ্যমে অপরাধী শাস্তি হউক। মরহুমের জানাযা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মজিদপুর প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে দবির হোসেনকে পারিবারিক কবর স্থানে দাপন করা হয়।


     এই বিভাগের আরো খবর