,

নবীগঞ্জে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এর মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :: ‘রবীন্দ্র গ্রন্থাগারে পড়ি বই/ জ্ঞানের আলোয় আলোকিত হই’ ¯েøাগান নিয়ে বই পড়া আন্দোলনকে বেগবান করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এর উদ্যোগে বইপাঠ, পাঠক সৃষ্টি, অর্জিত শিক্ষার সংরক্ষণ ও সম্প্রসারণ, সামাজিক চেতনা ও মূল্যবোধের বিকাশ, অপসংস্কৃতির বিপরীতে সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং বই পড়া আন্দোলন কে গণিশীল করার লক্ষ্যে গতকাল সন্ধায় মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থাগার পরিচালনা পরিষদের সভাপতি রতœদীপ দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাসের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদের সদস্য সচিব কবি পৃথ্বীশ চক্রবর্তী।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – গ্রন্থাগারের পরিচালনা পরিষদের সদস্য ও পাঠক ফোরামের সভাপতি গৌতম দাশ, পাঠক ফোরামের সহ-সভাপতি ও গ্রন্থাগারিক সৈকত দাশ, পাঠক ফোরামের সাধারণ সম্পাদক ঝিনুক দাস, সাধারণ সম্পাদক স্বপন দাশ, সাধারণ সম্পাদক সৌরভ দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সভাপতি রনি দাশ, পাঠক ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক দেবাশীষ দাশ, প্রচার সম্পাদক দীপ দাশ প্রমুখ। বক্তাগণ পাঠকদের উদ্দেশ্য বিভিন্ন কবি, সাহিত্যিক ও বিশ্বখ্যাত ব্যক্তিদের জীবনী এবং বই পাঠের গুরুত্বারোপ নিয়ে আলোচনা করেন।


     এই বিভাগের আরো খবর