,

নবীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক গনতন্ত্রের বহুদলীয় প্রবক্তা জিয়াউর রহমান-এর ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র আলহাজ্জ্ব ছাবির আহমেদ চৌধুরী সভাপতিত্বে বিএনপি নেতা ডাঃ আব্দুল আলীমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব শেখ সুজাত মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি খালেদ আহমেদ পাঠান, সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক আব্দুল বারিক রনি, আব্দুল হান্নান, রহুল আমিন রফু, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, সাবেক ইউপি চেয়ারম্যানের হাজী আব্দুল মোক্তাদির চৌধুরী, বিএনপি নেতা কাপ্তান মিয়া, সাইফুর রহমান মালিক, ছালিক চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, মোরশেদ আহমেদ, মনর উদ্দিন, আমিনুর রশিদ চৌধুরী  আমিন, আব্দুল মুহিদ, কাওসার মিয়া, শেখ সাদিকুর রহমান শিশু, সাজিদুর রহমান, জিল্লুর নুর, শেখ বাদশা মিয়া, কাইয়ুম মিয়া, হারুন মেম্বার, সাহেব আলী, আব্দুল বাসিত আজাদ, হারুন মিয়া, মাহমুদ মিয়া, শেখ মোঃ দিলাল, পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ  জিতু মিয়া সেন্টু, আহমদ ঠাকুর রানা, যুবদল নেতা শাহীন মিয়া, ওয়েজ চৌধুরী, মোঃ আলমগীর মিয়া, আবুল খায়ের টিসা, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শাহ রুয়েল, এনাম মিয়া, হবিগঞ্জ ছাত্রদলের সহ-সম্পাদক রুকন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, শেখ শিপন মিয়া, শেখ জসিম উদ্দিন প্রমুখ। এ সময় শেখ সুজাত মিয়া বলেন- বহুল দলীয় গনতন্ত্রের প্রবক্তা পথভ্রষ্ট জাতির স্বপ্নদস্টা সফল রাষ্ট্রনায়ক ক্ষণজন্মা পুরুষ যার জন্ম না হলে দেশ ও জাতির মঙ্গল হত না আজকের এই দিনে নির্মম ভাবে খুন করেছিল দেশের বিপদগ্রস্ত জাতি। এ ক্ষণজন্মা পুরুষের হত্যাকান্ডের বিচার দেশের মানুষ হতাশ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তার বিদেহী আতœার মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।


     এই বিভাগের আরো খবর