,

পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় নবীগঞ্জে মহিলার মৃত্যুর অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলায় পল্লী চিকিৎসকের অপচিকিৎসায় এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনরা তার লাশ নবীগঞ্জ থানায় নিয়ে গেলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সুত্রে জানা গেছে- ওই উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া প্রকাশ বাঁশডর গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী আয়েশা বিবি প্রকাশ আছমা (৫৫) প্রেসার রোগে ভুগছিলেন। গত মঙ্গঁলবার একই গ্রামের মৃত মিন্নত আলীর পুত্র পল্লী চিকিৎসক লকুছ মিয়ার কাছে গিয়ে চিকিৎসা করান। এ সময় সে মহিলাকে ৫০০ মিলি কিনোসল স্যালাইন পুশ করে। পরে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। এরপর পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠে পল্লী চিকিৎসক লকুছ এর অপচিকিৎসায় তার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার মহিলার লাশ নবীগঞ্জ থানায় আনা হলে পুলিশ লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর জানান, কোন কারণে মহিলার মৃত্যু হয়েছে পোষ্ট মর্টেম এর রিপোর্ট  না আসলে বুঝা যাবে না।


     এই বিভাগের আরো খবর