,

নবীগঞ্জের রিফাতপুর থেকে পুর্ব তিমিরপুর সড়ক যেন মরণফাঁদ ॥ জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর, আব্দা, পাইকপাড়া, বদরদী’সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় কয়েক হাজার জনসাধারণের চলাচলের রাস্তা বাউসা ইউনিয়নের রিফাতপুর থেকে পুর্ব তিমিরপুর সড়কে রিফাতপুর গ্রামের মঠাই নাথের বাড়ী সামনে সড়কের মাঝখানের একটি অংশ ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচিত ওই এলাকার সড়কে গভীর গর্তের সৃষ্টি হলেও সড়কটি মেরামতের উদ্যোগ নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কয়েকটি গ্রামের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়কে রাস্তা দিয়ে যাতায়াত করছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ওই সড়কটি সংস্কার না করলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে। যে কোনো মুহূর্তে প্রানহানী’সহ মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। জনদুর্ভোগ লাগবে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়ার জন্য সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ।


     এই বিভাগের আরো খবর