,

রুশনারা-টিউলিপ-রূপার জয়ের সম্ভাবনা বেশি

সময় ডেস্ক ॥ নির্বাচনী হাওয়ায় উত্তাল এখন পুরো ব্রিটেন। তবে নির্বাচন নিয়ে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ যেন এবার একটু বেশিই। আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ব্রিটেনের সাধারণ নির্বাচনে এমপি পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১২ জন প্রার্র্থী। এদের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন রুশনারা আলী, বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক ও খ্যাতনামা কিংস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রূপা হক। স্মরণকালের সবচে আলোচিত এই নির্বাচনকে ঘিরে বৃটেনের বাংলাদেশি কমিউনিটি এখন স্বপ্ন দেখছে। লেবার পার্টির সাবেক মন্ত্রী কিথ ভাজও জানালেন নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের উত্থানে অত্যন্ত আনন্দিত তিনি। কিথ ভাজ বলেন, ‘সাবেক লেবার দলীয় মন্ত্রী বলেন, ৭ মের পর আমরা ৩ জন বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য পেতে যাচ্ছি। এটা খুবই চমৎকার বিষয়।’ এদিকে, বিগত কোয়ালিশন সরকারের আমলে প্রবাসী বাংলাদেশিরা নানা সমস্যায় পড়েন বলে অভিযোগ করেন বৃটেনে প্রথম বাংলাদেশি এমপি রুশনারা আলী। লেবার পার্টি ক্ষমতায় আসলে হাউজিং সমস্যা নিরসন, ইউনিভার্সিটি ফি কমানো ও চিকিৎসা খাতে বিনিয়োগ করা হবে বলেও জানান তিনি। লেবার পার্টির আরও দুই প্রার্থী রুপা হক ও টিউলিপ সিদ্দিকের পক্ষে বর্তমানে প্রচারণা চালাচ্ছেন তিনি। বিথনাল গ্রিন এন্ড বো আসন থেকে এমপি প্রার্থী রুশনারা আলী বলেন, ‘আমাদের যদি সবাই সমর্থন করে তাহলে আমরা স্বাস্থ্য, বাসস্থান ও চাকুরি এই বিষয়গুলোর ওপর আমরা খেয়াল রাখবো। গত ৫ বছরে আমাদের কমিউনিউনিটির অনেক কষ্ট হয়েছে কনজারভেটিভ সরকারের জন্য।’ লেবার দলীয় নিশ্চিত আসনগুলোতে বাঙালি প্রার্থীদের জয়ের ব্যাপারেও অনেকটা আশাবাদী স্বয়ং প্রার্থীরাই। লেবার পার্টির এমপি প্রার্থী রুপা হক বলেন, ‘আপনারা দেখছেন রুশনারা আলী আমার পক্ষে প্রচার চালাতে এসেছেন। ইতোমধ্যেই তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আশা করি এবারও তিনি জিতবেন। আর আপনারা দোয়া করলে আমিও পাশ করতে পারি।’ তবে এবারের নির্বাচনে সবার দৃষ্টি এখন বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকের দিকে। লন্ডনের হ্যামস্টেড কিলবার্ন আসনটি কনজারভেটিভ টার্গেট করে থাকলেও টিউলিপ সিদ্দিক এটি লেবার পার্টির হাত তুলে দিতে কঠোর পরিশ্রম করছেন। তিনি জানান, তার রাজনৈতিক আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাম্পস্টিড-কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিক বলেন, ‘আমাদের এখন দরকার সবার দোয়া। আর সবার প্রচারণা ও সহযোগিতা পেলে, ইনশাল্লাহ আমি হ্যাম্পস্টিড-কিলবার্ন আসনে জয়ী হতে পারবো।’ ধারণা করা হচ্ছে বিজয়ের ব্যাপারে আশাবাদী এই ৩ প্রার্থী নির্বাচিত হলে বৃটেনে বাংলাদেশিদের অবস্থান আরো সুদৃঢ় হবে।


     এই বিভাগের আরো খবর