,

আজমিরীগঞ্জে প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে প্রশাসন ও সেনাবাহিনীর সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার আজমিরীগঞ্জ বাজার, কাকাইলছেও বাজার, সলোরি বাজার, জলসুখা বাজার ও নোয়াগড় বাজারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। লেফটেন্যান্ট আদনানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও আজমিরীগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন তরফদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়। এ সময় সীমিত পরিসরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা ছাড়া অন্যান্য দোকান পাট বন্ধ রাখাসহ করোনার সংক্রমণ রোধে সকলকে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হয়। গতকাল শনিবার নোয়াগড় বাজারে বিশৃংখলা সৃষ্টিকারীদের কঠোর হুশিয়ারি প্রদান এবং সবাইকে আইন মেনে নিরাপদে থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে বানিয়াচং উপজেলার নতুন বাজার ও বড়বাজারেও টহল দেয়া হয় এবং সবাইকে নিরাপদে ঘরে অবস্থান করার আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর