,

কুড়িগ্রামের উলিপুরে ধরলা নদীতে বিয়ে ফেরত যাত্রী নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ৪ জন

মুঃ মুস্তাকিম হুসাইন,  বিশেষ প্রতিনিধি : গতকাল ২৭মে (বুধবার) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদীতে বিয়ে ফেরত যাত্রীবাহি নৌকা ডুবে কনের বাবা সহ ৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীরা হলেন উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই গ্রামের নুর ইসলাম নুরু (৬২), আমেনা বেগম (৪৮), কামরুজ্জামান (৫৫), জব্বার আলী (৪৫) । উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন এবং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ঘটনা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গত মঙ্গলবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের মোঃ নুরুল ইসলাম নুরুর মেয়ে নাজমা খাতুন (১৮)এর সাথে পার্শ্ববর্তী বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদীর চর কলাকাটার নামানির চর এলাকার আব্দুল হাইয়ের ছেলে আলমগীর হোসেনের (২২) সাথে বিয়ে হয়। গতকাল, ২৭মে (বুধবার) মেয়ের শ্বশুরবাড়ি থেকে ৪০/৪৫ জন লোক দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ধরলা নদীতে মাঝ বরাবর এলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য সবাই পলিথিন নিয়ে টানাটানি শুরু করলে একে অপরের মধ্যে হুড়াহুড়ি হয় এক পর্যায়ে নৌকার ভারসাম্য হারিয়ে গভীর পানিতে ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে উঠে আসে কিন্তু কনের বাবা সহ ৪ জন উঠতে পারেনি। পরে উলিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজি করে তাদেরকে উদ্ধার করতে পারেনি। আজ ২৮মে (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি।


     এই বিভাগের আরো খবর