,

অর্ধশতাধিক আহত ॥ ফের সংঘর্ষের আশঙ্কাবাহুবলে জমি সংক্রন্ত বিরোধ নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

এম.এ.আই সজিব ॥ বাহুবল উপজেলার তারাপাশা গ্রামে গত শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে ঐগ্রামের মৃত নুর মিয়ার পুত্র হিরা মিয়ার সাথে একই গ্রামের কাছম আলীর পুত্র আঃ হকের সংঘষ বাধে। আহত সূত্রে জানা যায়, গত ১ বছর পূর্বে আঃ হক ওই গ্রমের মৃত সাদত আলীর পুত্র দুলাই মিয়ার কাছ থেকে একটি জমি ক্রয় করেন। কিন্তু হিরা মিয়া জায়গাটি ভোগ দখল করে আসছিল। আব্দুল হক নিজ জায়গায় তার বসতী স্থাপনের জন্য গেলে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে মহিলাসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে আঃ কালাম (৩৫), আঃ রহিম (৩০), আজিব আলী (২২), জয়নাল (২৫), রেখান (২৫), ফরিদ (৩৫), লালন (৩২), শাজনা বেগম (২০), আয়াত (২২), সজলু (২২), জয়নাল (২০), হিরাই মিয়া (৩৫), সালেক (৩২), সাইদুল (৩৩), রুমান (১৮), নাসরিন (২৩), আঃ মজিদ (২৫), মখসুদ (৬৫), আলকাছ (৫০), রউফ (৪১), লাল মিয়া (৪০), আরশেদ (৪২), জয়বানু (৫০)কে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। এদের মধ্যে জয়বানু (৫০) কে টেটাবৃদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে কর্মরত ডাক্তার জানান। এ ঘটনা নিয়ে এখনো এলাকায় আতংক বিরাজ করছে। দু’পক্ষের মধ্যে আবারো যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।


     এই বিভাগের আরো খবর