,

এমপি আবু জাহিরমান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জকে শিক্ষা ক্ষেত্রে মডেল উপজেলায় পরিণত করতে চাই। বর্তমানে সরকার শিক্ষা ক্ষেত্রে যে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে তা অথিতের কোন সরকারই গ্রহন করে নাই। হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভবনের অভাব অথবা শ্রেণিকক্ষের অভাব থাকবে না। তিনি গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আবু জাহির বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় হবিগঞ্জ সদরের প্রাথমিক শিক্ষার মান ও হার উন্নত হয়েছিল। নানা কারণে সম্প্রতি তা ব্যাহত হয়েছে। এটা কাম্য হতে পারে না। তিনি সদর উপজেলার যে কয়েকটি জরাজীর্ণ বিদ্যালয় রয়েছে সেগুলো নির্মাণের দ্রুত পদক্ষেপ নিতে সংশিষ্টদের পরামর্শ দেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ফেরদৌস আরা, শিক্ষা কমিটির সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম। সংসদ সদস্য মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশিষ্ট কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।


     এই বিভাগের আরো খবর