,

ডকুমন্টোরি সিরিয়াল প্রযোজনায় প্রিন্স হ্যারি ও তার স্ত্রী সাবেক অভিনেত্রেী মেগান

মতিয়ার চৌধুরী, লন্ডন : ব্রিটেনের জনগণের ট্রেক্সের টাকা বা র‌্যয়াল ডিউটির অর্থও গ্রহন করবেননা প্রিন্স হ্যারি দম্পতি, নিজ থে্কেই স্বনির্ভর হতে চান, এমনটি জানিয়েছিলেন রাজপরিবার থেকে বেরিয়ে আসার সময় প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। আর সে লক্ষ্যেই ডকুমেন্টারী সিরিয়াল প্রয়োজনায় আসছেন প্রিন্স হ্যারি ও মেগান। সম্প্রতি ষ্ট্রিমিং কোম্পেনীর সাথে একটি প্রডাকশন চুক্তিতে সই করেছেন এই রাজদম্পতি।চুক্তির আওতায় রয়েছে স্ক্রিপ্টেড সিরিজ, ডকু সিরিজ, ফিজার এবং শিশুতোষ অনুষ্ঠান। তবে প্রয়োজনে কয়েকটি প্রকল্পের ক্যামেরার সামেনেও আসতে পারেন তারা। এই ঘোষনা দিয়েছে নেটফ্লিক্স। মেগান এক টুইটে জানান, ডিসেম্বরের ভেতরেই তারা একটি ডকুমেন্টারি তৈরির কাজ শেষ করবেন। চলতি বছরে ব্রিটিশ রাজপরিবার থেকে স্বেচ্ছায় বেরিয়ে যাওয়া এ দম্পতি সন্তান আর্চিকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসবাস করছেন। এই খবরটি নিশ্চিত করেছে সিএনএন। ২০১১-১৮ সাল পর্যন্ত মার্কিন ড্রামা সুইটস এ অভিনয় করেছেন মেগান। এর আগে কখনও ব্রিটিশ রাজপুত্র শো বিজনেসে করেননি। এই চুক্তির আর্থিক দিকটি গণমাধ্যেমে প্রকাশ করা হয়নি। নেটফ্লিক্স মনে করে, সাবেক এই রাজকীয় জুটি ক্যামেরার বাইরে এবং সামনে সমান দক্ষতা দেখাবেন বলেই তাদের বিশ্বাস। এ বছরের জুন মাসে এই চুক্তি হয়। তবে ঠিক কতো ডলারে তারা চুক্তিবদ্ধ হয়েছেন
জানা যায়নি। নেটফ্লিক্স দেখেন বিশ্বের ১৯ কোটি মানুষ। মার্কিন স্ট্রিমিং সেবাটিতে সিনেমা, ডকুমেন্টারি ও সিরিয়াল প্রযোজনা করবেন তারা। স্ট্রিমিং সেবাটির সঙ্গে চুক্তি নিয়ে এই ব্রিটিশ রাজপরিবার দম্পতি এক বিবৃতিতে জানান, আমাদের লক্ষ্য হলো এমন বিষয় বাছাই করা যা শুধু মানুষকে তথ্যই দেবে না, সেই সঙ্গে আশাও দেবে। আমরা সদ্য বাবা- মা হয়েছি। তাই পরিবারকে উদ্বুদ্ধ ও আশান্বিত করা কতটা জরুরি তা জানি। তাদের প্রথম প্রকল্প হলো প্রকৃতি নিয়ে একটা ডকুমেন্টারি সিরিজ এবং একটা অ্যানিমেশন সিরিজ, যা মেয়েদের উদ্বুদ্ধ করবে বলে তারা আশা করছেন।কিন্তু বিনোদন জগতের অনুষ্ঠান প্রযোজনা করার কোনো অভিজ্ঞতা প্রিন্স হ্যারির নেই। যদিও তারা নিজেরা ক্যামেরার সামনে আসবেন না। প্রযোজকের ভূমিকায় থাকবেন এ দম্পতি। তবে মেগান নামকরা হলিউড অভিনেত্রী ছিলেন। উল্লেখ্য, ব্রিটেনের ভবিষ্যৎ রাজা প্রিন্স চার্লস ও প্রয়াত ডায়নার কণিষ্ঠপুত্র প্রিন্স হ্যারি রাজপরিবারের সকল খেতাব ও উপাধী ত্যাগের পরেই মনে করা হচ্ছিলো, তারা আবার চলচিত্রে যোগ দিতে পারেন। ব্রিটিশ রাজবধূ হবার পর চলচিত্র ছাড়তে হয়েছিলো মেগান মার্কেলকে।


     এই বিভাগের আরো খবর